নড়াইল পৌরসভার ৪শ২৫ কোটি টাকার বভিন্নি উন্নয়নমূলক প্রকল্পরে সম্ভাব্যতা যাচাই করতে ঘুরে গেলেন বিশ্ব ব্যাংক ও এলজইিডি আরইউটডিপি (মউিনসিপ্যিাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড আরবান প্লানিং গ্রুপ)-এর একটি প্রতিনিধি দল।
বুধবার (১০ ম) বিকেলে ৪টার দকিে এ প্রতনিধিি দল নড়াইল পৌরসভায় আসনে।
বিকেলে পৌর হল রুমে পৌর ময়ের আজ্ঞুমান আরা, প্যানলে ময়ের কাজী জহরিুল হক ও পৌরসভার নর্বিাহী প্রকৌশলী কবরি হাসান প্রতনিধিি দলরে সামনে পৌরসভার বিভিন্নি উন্নয়ন প্রকল্পরে যৌক্তকিতা তুলে ধরনে।
এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থতি ছলিনে বিশ্ব ব্যাংকরে টকেসই উন্নয়ন প্রকল্পরে আঞ্চলকি পরিচালক মো. জন এ রোমি প্রোগ্রাম অফসিার মসি গায়ত্রেী আচারয়িা, শহর উন্নয়ন বশিষেজ্ঞ মসি ইশতিা আলম অবনি, আরইউটডিপি-িএর প্রোজক্টে ডরিক্টের মো. মঞ্জুর আলী প্রমুখ।
পরে তারা বভিন্নি প্রকল্প এলাকা ঘুরে দখেনে। জানা গেছে, ৪শ ২৫ কোটি টাকার বভিন্নি প্রকল্পরে মধ্যে র্য়েছে সড়ক, ড্রনে, ফুটপাথ, স্ট্রটি লাইট, চত্রিা নদীর তীরে ওয়াক ওয়ে, র্মাকটে নর্মিাণ, পৌর র্পাক, র্বজ্য ব্যবস্থাপনা, বাস র্টামনিালরে উন্নয়ন ইত্যাদি।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
আপনার মতামত লিখুন :