জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিকের মেধাবী ৪৮০ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ট্যাব পাওয়া ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে মেলান্দহের ২৪৬ ও মাদারগঞ্জে ২৩৬ জন।
সোমবার (৮ মে) মেলান্দহ উপজেলায় মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে মেলান্দহ উপজেলা প্রশাসন ও মেলান্দহ উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অংশ গ্রহণ করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেলান্দহ উপজেলার মোট ৪১টি সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের ৯ম ও ১০ম শ্রেণির ২৪৬ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূইয়া, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সভাপতি মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন মোল্যা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ প্রমুখ।
এদিকে মাদারগঞ্জ উপজেলায় মাদারগঞ্জ কাম মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৪ জন শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়।
এতে মাদারগঞ্জ উপজেলা জুনিয়র পরিসংখ্যান কর্মকতা আশরাফুল আলমের সঞ্চালনায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ইলিশায় রিসিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
পত্রিকা একাত্তর/ সাকিব
আপনার মতামত লিখুন :