জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঝারকাটা নদী থেকে জামালী গবি (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮মে) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জামালী গবি ওই ইউনিয়নের পূর্ব জটিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, সোমবার সকালে উপজেলার ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদী পাড়ে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পায় একটি লাশ ভাসছে।
পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে জামালী গবির লাশ উদ্ধার করে। জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুইদিন আগে তিনি নিখোঁজ হন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামালী গবির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পরে জামালী গবির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করে। জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলো, পানি ডুবে সে মারা গেছে পরিবারের এমন সীকারোক্তিতে
কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ সাকিব
আপনার মতামত লিখুন :