জামালপুরের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ০৮/০৫/২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ /
জামালপুরের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৮মে) বেলা তিনটার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুই শিশু উপজেলার সিরাজাবাদ এলাকার ইব্রাহিম খলিলের ছেলে মো. সীমান্ত (৭) ও একই গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. মিনাল (৮)।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওই এলাকায় সকাল থেকে প্রচণ্ড গরম থাকায় অনেকেই উপজেলার সিরাজাবাদ গ্রামে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশের একটি পুকুরে গোসল করছিল। এদের সঙ্গে নিহত দুই শিশু ও দুপুরে ওই পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সবার অজান্তে তারা দুজন পানিতে ডুবে যায়। তাদের দেখতে না পেয়ে বাকীরা পানিতে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল জানান, পুকুরে গোসল করতে গিয়ে, তারা দুজন নিখোঁজ হয়। স্থানীয়া পানিতে খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করেন। এর মধ্যেই তারা দুজন মারা যায়।

একসঙ্গে দুজনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পত্রিকা একাত্তর/ সাকিব