চরভিটা স্কুল পরিদর্শন করলেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক


উপজেলা প্রতিনিধি, হরিপুর প্রকাশের সময় : ০৭/০৫/২০২৩, ৪:৩৩ অপরাহ্ণ /
চরভিটা স্কুল পরিদর্শন করলেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

ঠাকুরগাঁওয়ের হরিপুর জাতীয় ভাবে শ্রেষ্ঠ হওয়া চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করলেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত ও অর্থ পরিচালক মিজানুল হক ।

গতকাল রবিবার ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাজেট প্রাপ্ত এবং বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষনের প্রধান অতিথি তিনি দুপুর ১২টায় উক্ত স্কুলটি পরিদর্শনে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মুনছুর রহমান, হরিপুর উপজেলাপরিষদ চেয়ারম্যান ও আ“লীগ সভাপতি জিয়াউল হাসান , উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার সমিতির সভাপতি সহকারী শিক্ষা অফিসার এসএম রবিউল ইসলাম,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

এ সময় তিনি স্কুলটির পরিবেশ ও ছাত্র-ছাত্রীর উপস্থিত দেখে মুগ্ধহোন এবং প্রধান শিক্ষক এরফান আলীকে ধন্যবাদ জানান। এবং জেলা শিক্ষা অফিসারকে অতিতাড়ি স্কুলে আরা একজন শিক্ষক দেওয়ার নির্দেশ দেন।