রবিবার বেলা ১১ টায় ঘটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে অসহায় পরিবারের মাঝে স্যানেটরি রিং স্লাভ বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে রিং স্লাভ ( সেনেটারী ল্যাট্রিন) বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। এ সময় পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও সদস্য বিবেক বিশ্বাস, রমা মন্ডল, নিখেলেষ গাইন,পপি তরফদার, কিংকর রায়, পবিত্র রায়, ওবায়দুল হক, মিলন বৈরাগী, প্রসেনজিৎ গোলদার, হিমাংশু সরকার, গোবিন্দ বাছাড় ,সচিব , চিরন্জত রায়, উপকার ভোগী সহ চৌকিদার বৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম
আপনার মতামত লিখুন :