নোয়াখালী কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপগান এবং ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১৬ নাম্বার বাঁধ ভুমিহীন বাজারগামী পাকা সড়কের পাশে সেলিম মিয়ার চা দোকানের পৃর্ব পাশে বাগানের ভিতর থেকে উদ্ধার করা হয়।
পুলিশসূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অনুপ্রেরণায় অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কোম্পানীগঞ্জ থানার তত্ত্বাবধানে এস আই মাসুদ আলম পাটোয়ারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাধীন ৫নং চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্ত চরফকিরা ১৬ নাম্বার হতে ভুমিহীন বাজার গামী পাকা সড়কের পাশে সেলিম মিয়ার চা দোকানের পৃর্ব পাশে বাগানের ভিতর অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি পাইপগান যা লম্বা অনুমান ১২ইঞ্চি এবং সবুজ রংয়ের ৩রাউন্ড কার্তুজসহ খবরের কাগজে মোড়ানো একটি পলি ব্যাগের ভিতর পেয়ে উপস্থিত সাক্ষীদের সামন জব্দ করি।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ
আপনার মতামত লিখুন :