বর্তমান সরকারের মাঠ পর্যায়ে গণমুখী স্বাস্থ্য সেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে সকল স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ই মে) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, টিএলসিএ মোঃ নুর আলম, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমূখ।
সভায় চলমান ইপিআই টিকাদান ক্যাম্প, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য শিক্ষা প্রদান কার্যক্রম সফল করার লক্ষ্যে সকল স্বাস্থ্য সহকারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ