৬ মে, ২০২৩ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়া জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দদের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়। অতঃপর মন্ত্রিপরিষদের সচিব ও বিভাগীয় কমিশনার মহোদয়কে ১২.৩০ ঘটিকায় কুষ্টিয়া সার্কিট হাউসে কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল যথাযথ মর্যাদায় সালামী প্রদান করেন। মন্ত্রিপরিষদের সচিব ও বিভাগীয় কমিশনার মহোদয় সফরকালে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কুঠি বাড়ি (শিলাইদহ) এবং বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজার এলাকা পরিদশন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া, জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য প্রমুখ।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :