বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫মে (শুক্রবার) বিকালে ক্লাবের অস্থায়ী কার্যালয় বাগেরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্টে তার পরিবারের শহীদ সকল সদস্যদের এবং প্রয়াত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুম হাওলাদার সভাপতি বাগেরহাট উপজেলা প্রেসক্লাব।
দোয়া মাহফিলে আলোচনা করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস,এম,জাহাঙ্গীর কবির, জাতীয় দৈনিক দৃষ্টির সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম রাজু ,বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি শিকদার রেজাউল কবির, সহ-সভাপতি আজাদ রশিদী, সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক আজাদ রশিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম মাহামুদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক,সঞ্জীব কুমার দাস সহ সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক তানভীর সোহেল দপ্তর সম্পাদক সোহরাব হোসেন রতন, মোঃ শহিদুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, কার্যনির্বাহী সদস্য মোঃ মজনু শেখ মোঃ মনিরুজ্জামান, বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মাসুম হাওলাদার তিনি আলোচনায় বলেন নতুন প্রজন্মের কাছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ আদর্শ আর বীরত্বগাথা তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশ এগিয়ে যাচ্ছে।মানুষের মাথাপিছু আয় কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।
পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মানসহ দেশের সার্বিক উন্নয়নে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সকল সদস্যদের লেখনির মাধ্যমে তুলেধরে কাজ করতে হবে। বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সরদার আব্দুল কাদের, তিনি আলোচনায় বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার, বিএনপি ও স্বাধীনতা বিরোধী মৌলবাদী জামায়াত–বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন দেশের দক্ষিন –পশ্চিমাঞ্চলের মানুষ সুবিধা বঞ্চিত ছিল।
পদ্মাসেতু নির্মানের মধ্য দিয়ে সেই অবহেলিত দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ
হাসিনা, প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন ।
পত্রিকা একাত্তর/ আবু তালেব
আপনার মতামত লিখুন :