রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের নিকটে গরু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির সময় পদ্মা নদীতে লাফিয়ে জীবন বাঁচানোর জন্য ঝাপিয়ে পড়া গরু ব্যবসায়ী দুলাল পাল (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুলাল পাল রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের অনিল পালের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে পদ্মা নদীর মানিকগঞ্জ জেলার হরিরামপুরের বাদলপুর চর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মরদেহ সনাক্তকারী দুলাল পালের ভাই অনুকুল পাল বলেন, মঙ্গলবার (২ মে ) বিকেল ৩ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ট্রলারে গরু-ছাগল ব্যবসায়ী দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য আসে। দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদুরে স্প্রিড বোর্ডে ১৫-২০ জনের মুখোশধারী ও মুখোশ ছাড়া প্যান্ট ও লুঙ্গি পড়া ডাকাত দল এসে সবাইকে মারধর করে টাকা লুটপাট করে নিয়ে যায়। দুলাল পাল ৩ টি গরু বিক্রির টাকা নিয়ে জীবন বাঁচাতে নদীতে ঝাপ দিলেও তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পাওয়া গেছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মর্কা (ওসি) জেএম সিরাজুল কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতের ভয়ে নদীতে ঝাপ দেওয়া গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এই ডাকাতির সাথে জড়িত ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের নিকট থেকে ডাকাতির নগদ ৩৪ লক্ষ ৬১ হাজার ৮৪২ টাকা উদ্ধার এবং তাদের ব্যবহৃত স্পীডবোট তল্লাশি করে দেশীয় আগ্নেয়াস্ত্র ৪ টি, গুলি ১১ রাউন্ড, কাটার ১টি, ছেনী ৬টি, ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা
আপনার মতামত লিখুন :