patrika71
ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ভুট্টা ক্ষেতের পাশে মিলল এক বৃদ্ধার মরদেহ

জেলা প্রতিনিধি, জামালপুর
মে ৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী ধানুয়া কামালপুর ও স্থানীয় রামরামপুর বাজার এলাকায় বিচরণ করত। সে মানসিক প্রতিবন্ধী ছিল। স্থানীয় লোকজন জীবিত থাকা অবস্থায় তার নাম পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন।

বৃদ্ধ ওই নারী কয়েকদিন থেকে অসুস্থ অবস্থায় ধানুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার ভুট্টা ক্ষেতের পাশে পড়ে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই নারীর মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ বৃদ্ধ নারীর মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ও অসুস্থ ছিলেন।

পত্রিকা একাত্তর/ সাকিব