জামালপুরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ০৩/০৫/২০২৩, ১০:৫০ অপরাহ্ণ /
জামালপুরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরে তৃতীয় দিনের এসএসএসি সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।

জেলার মাদারগঞ্জ উপজেলায় কেন্দ্রে মোবাইল ফোন ও নকল রাখায় ২ দাখিল পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এদিকে মেলান্দহেও এক দাখিল পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ মে) সকালে মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে আরবী দ্বিতীয় পত্র পরিক্ষায় মোবাইল আনার অভিযোগে দিঘককান্দি করিমুজ্জামান তালুকদার আলীম মাদ্রাসার এক পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়। নকল রাখার অভিযোগে বি.ঘ.ন.ম মাদ্রাসার এক পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

এদিকে মেলান্দহের বানিয়াবাড়ী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এক দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ও বানিয়াবাড়ী কেন্দ্রের সচিব।

পত্রিকা একত্তর/ সাকিব