জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা বীরমুক্তিযোদ্ধাদের সাথে সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ০২-০৫-২৩ ইং তারিখ সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কোম্পানি কমান্ডার বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
আরও উপস্থিত ছিলেন বিএল এফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দু-দুবারের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন।
সৌজন্য মুলক পরিচিতি অনুষ্ঠানটি অনেক সৌহার্দ্য পূর্ণ ও খুব আন্তরিক ছিল। এধরনের সৌজন্য সাক্ষাতে আমন্ত্রণ জানানোর জন্য বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের এমন পদক্ষেপকে স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন
আপনার মতামত লিখুন :