ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র ৯ প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে।
কর্সুচীর মধ্যে ছিল আনন্দ শুভাযাত্রা,কেক কাটা, আলোচনা, ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরন।
সোমবার ১ মে বেলা ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বনার্ঢ্য আনন্দ শুভাযাত্রা বের হয়ে পৌর শহর পদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। বঙ্গবন্ধু চত্বরে কেক কাটার পর সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. নাজিম উদ্দিন আহামেদ।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস সালমা আক্তার রুবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন, থানার অফিসার্স ইন চার্জা মাহামুদুল হাসান, পৌর সভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, দিলুয়ারা দিলু, রোকসানা আক্তার মিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আন্জুম পপি, সাধারন সম্পাদক সোমনাথ সাহা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও সাবেক জেলা পরিষদের সদস্য খায়রুল বাসার, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, পৌর কাউন্সিলার সাদেকুর রহমান, সাবেক কাউন্সিলার আব্দুল কাদির, শিউলী আক্তার প্রমুখ।
আলোচনা সভার পর গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। হরিজন পল্লীর সদস্যদের মাঝে জাতীয় সংসদ সদস্য খাবার বিতরনসহ সকল স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়ে দুপুরে খাবার খান।
বিকালে বঙ্গবন্ধুচত্বরে সাংস্কৃতি ও পুরস্কার বিতরনী অনৃষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির
আপনার মতামত লিখুন :