patrika71
ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় ট্রলার ডুবির ঘটনায় সকলের লাশ উদ্ধার ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দশমিনায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

রবিবার সকালে তেতুলিয়া নদীর পাতার চর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২২) ও তার মা সেলিনা বেগমের (৪১)এর মরদেহ, সকাল সাড়ে দশটার দিকে বন্যাতলী এলাকা থেকে বরের শ্যালিকা মারুফার (৮) এছাড়া একটার দিকে বরের ফুফাতো বোন খাদিজার (৭) এর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এসময় তেতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌছলে ঝড়ের কবলে পরে ২০ জন বরযাত্রী সহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষনিক ১৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোজ হয় বর রাব্বী, তার মা সেলিনা বেগম, ফুফু লিপি বেগম, ফুফাতো বোন খাদিজা ও ফুফাতো বোন মারিয়া। পরে স্থানীয়রা ওই দিনই ফুফু লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করে। বর্তমানে নিখোঁজ সকলের লাশ উদ্ধার সম্পন্ন করে ফায়ার সার্ভিস।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিজা নাজ নীরা জানান, জেলা প্রশাসনের তরফ থেকে দাফন কাফনের জন্য নিহতের পরিবারকে ২০,০০০ করে নগদ অর্থ দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পত্রিকা একাত্তর/এস.এম.সোহান