জামালপুরের মেলান্দহে এসএসসি (ভোকেশনাল) বাংলা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার উমির উদ্দিন পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে (ভোকেশনাল) পরীক্ষা শুরুর পর কিছুক্ষণ পর বাংলা -১ পরীক্ষা চলাকালীন সময়ে ওই ৩ শিক্ষার্থীদেরকে অসদুপায় অবলম্বনের দায়ে এ বহিস্কারাদেশ প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলম বলেন, পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা পরিদর্শনে আসেন। এ সময় অসদুপায় অবলম্বন করায় তিনজন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেন।
এ মসয় উপস্থিত ছিলেন ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মহন তালুকদার।
বহিষ্কৃত তিনজনের মধ্যে দুইজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপরজন শিহাটা গমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তারা তিনজনই ভোকেশনাল শাখার শিক্ষার্থী।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সেলিম মিঞা বলেন, পরীক্ষায় নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। সঠিক মূল্যায়নে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পত্রিকা একাত্তর/ সাকিব
আপনার মতামত লিখুন :