হুইল চেয়ার দিয়ে প্রতিবন্ধী ডাবলুর মুখে হাসি ফুটালেন ছাত্রলীগ নেতা


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ৩০/০৪/২০২৩, ১১:২৬ অপরাহ্ণ /
হুইল চেয়ার দিয়ে প্রতিবন্ধী ডাবলুর মুখে হাসি ফুটালেন ছাত্রলীগ নেতা

জামালপুরের মেলান্দহ উপজেলার ষ্টেশন এলাকার ডাবলু পাগল নামে ভাসমান এক প্রতিবন্ধী। থাকেন মেলান্দহ স্টেশনের প্লাটফর্মে। ঘুরে ঘুরে মানুষের থেকে যা সংগ্রহ করেন সেটা দিয়েই চলে তার জীবন। 

গত ২৪ এপ্রিল সোমবার প্রতিদিনের মতো প্লাটফর্মে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার হুইল চেয়ারটি নেই। চেয়ার-টি না দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে ডাবলু পাগল। এ নিয়ে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখতে পেয়ে অস্বচ্ছল এই লোকটির পাশে হুইল চেয়ার নিয়ে পাশে দাঁড়িয়েছেন মেলান্দহের এক ছাত্রলীগ নেতা।

চেয়ারটি পেয়ে তার হাসির যেন শেষ নেই, প্লাটফর্ম এর বিভিন্ন জায়গায় আপন মনে ঘুরে বেড়াচ্ছে ওই পাগল।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধায় ওই নেতা মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসাইন সহ নেতাকর্মীরা মেলান্দহ স্টেশন এলাকায় তার কাছে পৌঁছে দেন হুইল চেয়ারটি।

চেয়ারটি পেয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন ডাবলু। বলেন, এক সময় আমার সবই ছিলো,ছিলো সুন্দর জীবন, অসুস্থ হয়ে পঙ্গু হওয়ার পর কেউ নাই। থাকার মতো কোন ঘরবাড়িও নাই। এখন মেলান্দহ স্টেশনেই থাকি, মানুষ যা দেই তাই খায়। চলাফেরার একমাত্র সম্বল (হুইল চেয়ার) আমার ঘুমের সময় কে যেনো চুরি করে নিয়ে যায়, আমি এ কয়দিন কোথাও যেতে পারছিলাম না চেয়ারটি পেয়ে বের হওয়ার সুযোগ পেয়েছি।

ওই ছাত্রলীগ নেতা মো. ইমাইল হোসাইন বলেন, তিনি হাটতে চলতে পারে না, ষ্টেশনের প্লাটফর্মে যার বসবাস। শেষ সম্বল হুইল-চেয়ারটি কোন এক নিকৃষ্ট মনের মানুষ চুরি করে নিয়ে যায়। এরপর থেকেই তার কান্নার শেষ নেই। সেই খবর পেয়ে আমি উদ্যোগ নিয়ে চেয়ারটি ক্রয় করে তাকে দিলাম। pএই ধারাবাহিকতা অব্যাহত রেখে আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তিনি।

চেয়ার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা যুবলীগ নেতা সুজন ফারাজী, ব্যবসায়ী রিমু সরকার, বাকৃবি কৃষি প্রকৌশল বিভাগের ভিপি শাবাব জাহেদী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সজিব আরজু যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় খান ইব্রাহিম, সাংগঠনিক মেহেদী শান্ত প্রমুখ।

পত্রিকা একাত্তর/সাকিব