কুকুরের কামড়ে একটি হরিনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৩০ এপ্রিল) দুপুর একটার দিকে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ ঘটনা ঘটে ।
এর আগে সকালে পাথরঘাটা উপজেলার পর্যটন কেন্দ্র বন থেকে বন বিভাগের সদস্যরা হরিনটি আহত অবস্থায় উদ্ধার করে।
বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের সংরক্ষিত বনে নিয়মিত টহল দিচ্ছিলাম। এমন সময় সকাল সাড়ে নয়টার দিকে কয়েকটি কুকুর ধাওয়া করলে হরিনটি বিষখালী নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিক আমরা হরিনটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে দ্রুত পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে আসলে দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তিনি আরও বলেন, প্রশাসনের নিদর্শনা অনুযায়ী হরিণটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে, চামড়া সংরক্ষণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/তাওহীদুল ইসলাম
আপনার মতামত লিখুন :