আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে গণসংযোগ করেছেন।
বিগত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া, হাড়িগড়া, পাজারখালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে গণমাধ্যমকর্মীসহ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন. ‘চাল, ডাল, চিনি, তেল, সার, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। এসব কারণে আওয়ামী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এজন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আন্দোলন-সংগ্রামের জন্য নেতাকর্মীদের মাঠে নামতে হবে। আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে হবে। এছাড়া সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে।’
গণসংযোগকালে এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্মসম্পাদক খোরশেদ তৌহিদ সোহেল, সদস্য নুরুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম টিংকু, নড়াইল পৌর বিএনপির সদস্য সচিব রেজা খবির, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, এনপিপির জেলা সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব পিয়াল হাসান, লোহাগড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফরহাদ ইসলামসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে শনিবার সন্ধ্যা পর্যন্ত কুশল বিনিময় করেন এনপিপি নেতা ফরিদুজ্জামান ফরহাদ।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
আপনার মতামত লিখুন :