ডোমারে কাউন্সিলর রুবেলের স্মরণসভা অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ৩০/০৪/২০২৩, ৯:৩৬ পূর্বাহ্ণ /
ডোমারে কাউন্সিলর রুবেলের স্মরণসভা অনুষ্ঠিত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রুবেল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (২৯শে এপ্রিল) সকাল ১১টায় ডোমার পৌরভবন প্রাঙ্গনে ডোমার পৌরসভার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনু, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।

স্মরণসভা শেষে প্রয়াত কাউন্সিলর ও সাংবাদিক মোঃ রুবেল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন—ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।

এতে ডোমার পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষেরা সমবেত হন।

উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল রংপুর থেকে বাড়ি ফেরার পথে জলঢাকা উপজেলার তিনবট ও সলেমানের চৌপথীর মধ্যবর্তী এলাকায় তিন পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন।

পত্রিকা একাত্তর/ রিশাদ