patrika71
ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

রুদ্ধশ্বাস অভিযানে দুইশত দুই বস্তা চিনি জব্দ: আটক ৪

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
এপ্রিল ২৮, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা জেলার নেত্রকোণা -কলমাকান্দা সড়কে বারহাট্টা থানাধীন পৃথক পৃথক স্থানে পুলিশের অভিযানে ২শত ২ বস্তা চিনি জব্দ করে বারহাট্টা থানা অফিসার্স ইনচার্জ খোকন কুমার সাহা। 

নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর দিকনির্দেশনায় নেত্রকোণায় মাদক ও চোরাচালানের ওপর চলছে জিরো টলারেন্স।

গতকাল বৃহস্পতিবার চিনি চোরাচালান হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বারহাট্টা থানা পুলিশ এক রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে।এতে দুটি পিক-আপ ভ্যান ও একটি অটোগাড়ী থেকে ২০২ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ ও চারজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- নেত্রকোণার পুর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে খোকন মিয়া (৩৮), নেত্রকোণা সদর উপজেলার মোবারকপুর (ধীতপুর) গ্রামের সোনা মিয়ার ছেলে জলিল মিয়া (৩১), বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের সন্তোষ করের ছেলে ভজন কর (৪৫) ও কর্নপুরের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম (২৬)।

এ বিষয়ে নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন,আমি যোগদান করার পর চোরাচালান ও মাদক প্রতিরোধে নেত্রকোণা জেলা দ্বিতীয় স্থান অর্জন করেছে। চোরাচালান প্রতিরোধে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।গতকাল বারহাট্টা থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পিক-আপ ভ্যান থেকে ১৩০ বস্তা ও অন্য একটি পিক-আপ থেকে ৬০ বস্তা সহ মোট ২০২ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করে।

বারহাট্টা থানা অফিসার্স ইনচার্জ খোকন কুমার সাহা বলেন পুলিশের একাধিক টিম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি পিক-আপ ভ্যান ও একটি অটোগাড়ী থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধারপূর্বক জব্দ করি। বারহাট্টা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/ খোকন