patrika71
ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

উপজেলা প্রতিনিধি, নন্দিগ্রাম
এপ্রিল ২৮, ২০২৩ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের পীড়া পুকুর পেংহাজারকী গ্রামের কৃষক আব্দুল বারিকের জমির ধান কেটে দেন তারা। নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিবের নেতৃত্বে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর সহযোগিতায় এ ধানকাটা কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন নন্দীগ্রাম উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রিপন আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা মিশকাত হোসেন রাসেল, মেহেদী হাসান সৌরভ, তাইজুল ইসলাম, কাউছার, অপূর্ব, আরাফাত, শুভেচ্ছা, শহীদ প্রমুখ।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক আব্দুল বারিক বলেন, ‘ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।’নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ববধানে বগুড়া জেলা ছাত্রলীগের দিক নির্দেশনায় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আমরা নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকব।’

পত্রিকা একাত্তর/ আব্দুল আহাদ