নড়াইলের লোহাগড়ার কালনার মধুমতি সেতুতে বেড়াতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে। এসময় আরও আহত ২জন কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত রাকেশ গাইন (২৩) নড়াইল সদর উপজেলার বাশঁভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকেশ গাইন ও তার দুই বন্ধু একই এলাকার প্রীতম বুধবার (২৬ এপ্রিল) বিকালে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল (নড়াইল হ ১১-৪৫৩২) যোগে কালনা মধুমতি সেতুতে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নড়াইলে ফেরার সময় রাকেশ গাইন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সাথে ধাক্কা লাগে ও পথচারী লোহাগড়া পোদ্দারপাড়ার তমালকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই রাকেশ গাইন মারা যায়। আহত প্রীতম ও তমালকে আগে লোহাগড়া হাসপাতালে পরে যশোর সদর হাসপাতাল ও ঢাকা পাঠানো হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত রাকেশের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
আপনার মতামত লিখুন :