‘এসো মিলি প্রানের টানে, নবীন প্রবীন একই প্রাঙ্গনে” এ স্লোগান কে সামনে রেখে জামালপুরের মেলান্দহে ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রীতি পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান হকের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শেরপুর জেলায় কর্মরত নির্বাহী প্রকোশলী মোহাম্মদ ছামিউল হকের সঞ্চালনায় প্রধান অতিথি’র উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটুর উপস্থিতিতে সোমবার (২৪ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজনে ১৯৭৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী থেকে ২০২৩ ব্যাচের পর্যন্ত প্রাক্তন বর্তমান প্রায় নয়’শ শিক্ষার্থীর অংশগ্রহণে পরিচিতি সভা, মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রীতি পূর্ণমিলনীতে এক শিক্ষার্থী বলেন এ বিদ্যালয়ের ছোট বড় অনেকেই পড়াশোনা শেষ করে বিভিন্ন পেশায় নিয়োজিত হওয়ায় সময় করে সবার সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয় না। তাই, দীর্ঘদিন পর সবার সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।
তাছাড়া, সবার মধ্যে পরিচয় পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তরিকতা বৃদ্ধি ও বিপদে-আপদে পারস্পরিক সহযোগিতা উন্নয়নের জন্য মূলত মিলনমেলার আয়োজন করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সবার মাঝে এ বন্ধন অটুট রেখে সমাজ উন্নয়নে অবদান রাখবে বলে আয়োজকরা মতামত প্রকাশ করেন।
পত্রিকা একাত্তর/ নাহিদ
আপনার মতামত লিখুন :