নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি স্লুইটগেট বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে গেছে। অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাগেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে রায়হান ফকিরের ডিজেলের দোকান থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে আরএস এন্টারপ্রাইজের একটি ডিজেলের দোকান, একটি কোমল পানীয় ও একটি ফিডের দোকান এবং কিফায়েত হোসেনের তিনটি মুদি দোকান, কামরুল মোল্যার একটি মুদি দোকান, রোশান মীনার একটি ফাস্ট ফুড ও একটি মুদি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর রায়হান ফকির সাংবাদিকদের জানান, অগ্নিকান্ডের সময় তিনি পিরোলী বাজারে ছিলেন। খবর শুনে ঘটনাস্তলে যান। তিনি ধারণা করছেন বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুনে রায়হান ফকিরের অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সবকিছু মিলে তাদের কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে নড়াইল জেলা শহর হতে ৩০ কিলোমিটার এবং কালিয়া উপজেলা শহর হতে নদী পারাপারসহ অন্তত ১৫ কিলোমিটার দুরত্ব থাকায় খবর পাওয়ার পরও ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভানোর আগে পৌছাতে পারেনি।
কালিয়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি ম্যান ইয়াসিন আলী জানান, অগ্নিকান্ডের খবর শোনার পর ফেরী পার হয়ে যাবার সময় জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু
আপনার মতামত লিখুন :