জামালপুরের মেলান্দহ থানায় ছেলের বিরুদ্ধে ভরনপোষণ না দেওয়া ও প্রতারনা করে জমি লিখে নেওয়ার লিখিত অভিযোগ দিয়েছেন এক মা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মেলান্দহ থানায় হাজির হয়ে এ লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী মা মেলান্দহ থানাধীন পচাবহলা দরবারশাহী এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী কোকিলা বেগম (৬০) অভিযুক্ত ছেলে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ইউনুছ আলী (২৫) ভুক্তভোগী মা কোকিলা বেগম জানান, কয়েক মাস আগে তার চোখের সমস্যার সুযোগ নিয়ে তার ছোট ছেলে ভুলভাল বুঝিয়ে প্রতারনা করে জমির দলিলে টিপসই নিয়ে তার অংশের জমি লিখে নেয়। এর কিছুদিন পর জমি লিখে নেওয়ার বিষয়টি অপর দুই ছেলে জানতে পারলে তাকে ভরনপোষণ খোজ নেওয়া বাদ দিয়ে দেয়।
এদিকে জমি লিখে নেওয়া ছেলেটিও এখন তার ভরনপোষণ খোঁজ-খবর নিচ্ছেনা।
এ নিয়ে গত (২০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০-টা দিকে প্রতারনা করে লিখে নেওয়া জমি ফেরত ও ভরনপোষণের কথা বলতে গেলে অভিযুক্ত ছেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ সময় স্থানীয়রা গালমন্দ করতে বারন করলে অভিযুক্ত আরো ক্ষিপ্ত হয়ে আক্রমনের চেষ্টা করে।
এমতাবস্থায় তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত ছেলে ইউনুসের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পত্রিকা একাত্তর/ নাহিদ
আপনার মতামত লিখুন :