ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই প্রাণ গেল ছেলের।
বাড়ির কাজের জন্য মাটি আনার সময় ট্রলি থেকে পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই ছেলে নিহত হয়েছেন।
নিহত শিশু রাফি ইসলাম (৩) উপজেলার কাশিপুর ইউনিয়নের টাঙ্গাগন্জ বলঞ্চা গ্রামের বকুল ইসলাম ও রেনু আক্তার দম্পতির একমাত্র ছেলে।
এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে শোকে কাতর বাবা মাসহ গোটা পরিবার।
রবিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ট্রলির চাকার নিচে পড়া রাফি ইসলামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বকুল।
নিহতের দাদা দবিরুল ইসলাম বলেন, বাড়ির কাজের জন্য আমাদের নিজস্ব পাওয়ার ট্রলি যোগে মাটি নিয়ে আসার জন্য আমি ও আমার আরেক ছেলে কাজে গেলে রাফি তার বাবার সঙ্গে যায়। পরে ট্রলিভর্তি মাটিসহ ফেরার পথে রাফি পড়ে গেলে ট্রলি তার ওপর দিয়ে চলে যায়। এবং ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণহারান।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :