এক মাস সিয়াম সাধনার পর মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘পবিত্র ঈদ-উল-ফিতর’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২শে এপ্রিল) সকাল ৯টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামা’আত পরিচালনা করেন—ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম। এতে ঈদ শুভেচ্ছা বক্তব্য রাখেন—ডোমার পৌরসভার মেয়র এবং ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে যাকাত, সদকা ও ফিতরা সম্পর্কিত ইসলামিক বয়ান পেশ করেন। এছাড়া ঈদের দ্বিতীয় জামা’আত পরিচালনা করেন—ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ মশিউর রহমান। পরে, ঈদুল ফিতরের খুতবা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।
মোনাজাতের আগে ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোঃ আল-আমিন রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতার, ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম। পরে, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন—ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির সহ-অর্থ সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।
ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা উচ্ছ্বাসের সাথে একত্রিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। ঈদ উপলক্ষ্যে ময়দান প্রাঙ্গন ও ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দোকানিরা বিভিন্ন জিনিসপত্রের পসরা সাজিয়েছেন। মুসলমানদের মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশের মাধ্যমে পালিত হলো এবারের ঈদ।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :