জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রাঙামাটি গ্রামে অগ্রণী ব্যাংকের ম্যানজার গোলাম মোর্শেদ ফিরোজের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা অভিযোগ উঠেছে।
এ কিশোর গ্যাংয়ের মাধ্যমে ফিরোজ তার নিজ এলাকা জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামে বিভিন্ন অপকর্ম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে জানা যায়। ইতোমধ্যে তার বিরুদ্ধে রাঙামাটিয়া গ্রামের মৃত আলমের পুত্র আনোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ মামলা দায়েরের পর তিনি আরো ক্ষিপ্ত হয়ে বাদীসহ তার অপর আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকি দিচ্ছে। এছাড়াও মামলা তুলে না নিলে ওই ব্যাংক কর্মকর্তা তার নিয়ন্ত্রিত কিশোর গ্যাং দলের মাধ্যমে হামলা করার হুমকিও দিচ্ছে।
জানা যায়, ১১ এপ্রিল রাঙামাটিয়া গ্রামের মসজিদে ইফতার করতে যায় শিশু দুরন্ত। এ সময় একই গ্রামের আঃ কাদেরের পুত্র খোর্শেদ আলম দুরন্ত (১২) নামের ওই শিশুকে ঘাড় ধরে বের করে দেয়। এ ঘটনায় দুন্তর চাচাতো ভাই রতন খোর্শেদের বাবা কাছে এ ঘটনার বিচার দিলে মসজিদের মাইক দিয়ে এলাকাবাসীকে একত্রিত করে রতনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রতনের বাড়িতে ব্যাপক ভাংচুর করে শেষে লুটতরাজ চালায়। এ ঘটনায় রতন বাদী হয়ে ১০জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরদিকে এ হামলা মামলার ঘটনার সংবাদপত্রে স্বাক্ষাৎকার দেন একই গ্রামের আনোয়ার হোসেন।
পরদিন হামলার খবর দেশের প্রথম সারির টিলিভিশন সময় টিভিতে প্রচারিত হলে স্বাক্ষাৎকার দেয়ার অভিযোগে আনোয়ার হোসেন ও আলহাজ নামের দু ব্যক্তিকে মারধর করলে তারা গুরুতর আহত হয়ে বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে নতুন করে আনোয়ার হোসেন ও আলহাজকে মারধরের ঘটনায় ১৩ এপ্রিল মামলা দায়ের করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এদের সাথে যোগ দেন ব্যাংক কর্মকর্তা গোলাম মোর্শেদ। ফিরোজ তার কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে মারমুখী অবস্থায় রয়েছে। এতে জীবনের ভয়ে আনোয়ার হোসেনসহ তাে আত্মীয়স্বজনরা পালিয়ে বেড়াচ্ছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, তিনি ঘটনাস্থল পরির্দশন করেছেন। উভয়পক্ষকে আইনশৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানান।
পত্রিকা একাত্তর/ সাকিব
আপনার মতামত লিখুন :