আজ ২১শে (এপ্রিল) শুক্রবার দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় সকাল থেকেই দেখা যাচ্ছে।
দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চঘাটে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ গুলো ছেড়ে আসছে পাটুরিয়া ঘাট থেকে। এতে যাত্রীদের ভোগান্তির শিকার হচ্ছে বলেও জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখি যেগুলো লঞ্চ ঘাটে এসে পৌঁছালো সবগুলো লঞ্চেই অতিরিক্ত যাত্রী। যাত্রীদের কাছ থেকে জানতে পারি পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী বহন করে দৌলতদিয়া লঞ্চ ঘাটে আসে, এতে যাত্রীরা ভয়ে ভয়ে নদী পার হচ্ছে। প্রিয় জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ঘর মুখো মানুষ। যাত্রীদের কথা তারা নিরাপদে বাসায় ফিরতে চায়, যাত্রীদের ভোগান্তি দূর করতে এবং নিরাপদে বাড়িতে ফিরতে এর সঙ্গে লঞ্চ ঘাটে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য,স্কাউট দল। বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
সময় বাড়ার সাথে সাথে যাত্রীদেরও চাপ বাড়ছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া প্রতিবছরের ন্যায় এবার যাত্রীরা কম ভোগান্তির শিকার হয়েছে বলেও জানা গেছে। ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে ঈদের জন্য ২২ টি লঞ্চ চলাচল করবে।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা
আপনার মতামত লিখুন :