পবিত্র মাহে রমজান উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০শে এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে জাঁকজমকপূর্ণ ভাবে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। ঢাকাসহ অন্যান্য জেলায় বসবাসরত গারুড়িয়া স্কুলের সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে সকল প্রয়াত ছাত্র, শিক্ষক এবং কর্মচারীবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সেই সাথে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যে দোয়া করা হয়। ইফতারির পর পুরোনো স্মৃতিকে ঘিরে জমে উঠে আড্ডা।
এ সময় সম্মিলিত সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। নানা ব্যস্ততা আর যান্ত্রিকতার ভিড়েও দীর্ঘদিন পর সব বড় ভাই, ছোট ভাই ও বন্ধুরা একসাথে মিলিত হয়ে অতীতের স্মৃতি স্মরণ করে নেয়। স্কুল জীবনের ইতি ঘটলেও সবাই যেন এক পরিবারের সদস্য, সে প্রত্যয় নিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত গড়তে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন সাবেক শিক্ষার্থীরা।
পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন
আপনার মতামত লিখুন :