আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগ করে নিতে ঠাকুরগাঁওয়ে অসহায় ও গরীব মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার অবস্থিত নিজ বাসভবনে ও ঠাকুরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণে প্রায় আড়াই হাজার অসহায় ও গরীব মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি রমেশ চন্দ্র সেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে খেটে-খাওয়া, অসহায় ও গরীব মানুষদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে আজ এসব অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সেই সাথে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
এসময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো.কামাল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ সুমন
আপনার মতামত লিখুন :