পরিত্যক্ত ডোমার থানা মসজিদের পুনঃসংস্কার পূর্বক উদ্বোধন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২০/০৪/২০২৩, ৭:৪২ অপরাহ্ণ /
পরিত্যক্ত ডোমার থানা মসজিদের পুনঃসংস্কার পূর্বক উদ্বোধন

১৯৮৬ সালে স্থাপিত নীলফামারীর ডোমার থানা প্রাঙ্গনের মসজিদটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর পুনঃসংস্কার পূর্বক নতুনভাবে উদ্বোধন করা হয়েছে আজ।

বৃহস্পতিবার (২০শে এপ্রিল) বেলা সাড়ে ১২টায় অফিসার ইনচার্জের (ওসি) প্রচেষ্টায় ডোমার থানা প্রাঙ্গনে মসজিদটির পুনঃসংস্কার পূর্বক নতুনভাবে উদ্বোধন করেন—নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এতে সভাপতিত্ব করেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

এসময় আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক প্রমূখ সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুধীজন।

এরপর, মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে একটি বৃক্ষ রোপণ করেন অতিথিরা। পরে নতুন মসজিদে সবাই জামায়াতের সাথে জোহরের নামাজ আদায় করেন।

উল্লেখ্য, ডোমার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মাহমুদ উন নবী যোগদান করার পর থেকেই থানাধীন এলাকার মধ্যকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ অপকর্ম রুখতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। মূলতঃ তারই পরিকল্পনা ও বাস্তবায়নে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত থাকা মসজিদ চালু হলো আজ।

পত্রিকা একাত্তর/ রিশাদ