পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এসময় ১৫শ অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর/ সাকিব
আপনার মতামত লিখুন :