patrika71
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

গৃহহীনদের ঘর দিবে ‘আল হাসান ফাউন্ডেশন’

জেলা প্রতিনিধি, নেত্রকোণা
এপ্রিল ১৯, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অসহায় এবং ছিন্নমূল মানুষদের জন্য কাজ করার অভিপ্রায়ে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে ‘আল হাসান ফাউন্ডেশন বাংলাদেশ’।

বুধবার (১৯ এপ্রিল) আল হাসান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্বোধন উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। মদনপুর ইউনিয়নের নরেন্দ্রনগর এলাকায় সাইফুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত ফাউন্ডেশনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দিলীপ।

জানা যায় হাফেজ ক্বারী মাওলানা শাহিনুর আলমের দুই যমজ শিশু সন্তান আল হাসান এবং আল হোসেন। গেল বছর এই দিনে পুকুরের পানিতে ডুবে মারা যায় আল হাসান। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী হওয়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পরবর্তীতে আল হাসান’র জন্য দোয়া চেয়ে অত্র ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তারা। এসময় কান্নায় ভেঙে পড়েন তার দাদা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমার দৌহিত্র নিষ্পাপ ছিলো। স্বল্প সময়ের জন্য আল্লাহ তাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমরা তার নামে সমাজের অসহায় মানুষদের পাশে থাকতে চাই। গৃহহীনদের আমরা ঘর নির্মাণ করে দিতে চাই।

পত্রিকা একাত্তর/ নূরুল হুদা