patrika71
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে সকালে দুই বাসের চাপায় আহত, সন্ধ্যায় মৃত্যু

জেলা প্রতিনিধি, ঢাকা
এপ্রিল ১৯, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় আহত এম এ আব্দুল মতিন সরকার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর পলাশ বিদ্যুৎকেন্দ্রের পাম্প অপারেটর ছিলেন।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মতিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের মৃত কমল সরকারের ছেলে। তিনি যাত্রাবাড়ী জনপথ মোড় এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের শ্যালক আরাফাত জানান, সকাল ১১টায় বাসার বাজার করতে বাইরে যান মতিন। বাজার শেষে আসার সময় যাত্রাবাড়ী থানা এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে আহত হন তিনি। আঘাত পেলেও তার কোনো রক্তক্ষরণ হয়নি।

তিনি আরও জানান, আহত অবস্থায় এক ট্রাফিক সার্জেন্ট মতিনকে বাসায় পৌঁছে দেন। বাসায় ফিরে তিনি হোমিও ওষুধ সেবন করেন। সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশ বিদ্যুৎকেন্দ্রে পাম্প অপারেটরের পাশাপাশি তিনি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

পত্রিকা একাত্তর/  আল-আমিন