নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ডোমার অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক মোঃ রুবেল ইসলাম স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার (১৯শে এপ্রিল) বিকালে ডোমার রিপোর্টার্স ক্লাব হলরুমে অক্সিজেন ব্যাংকের আয়োজনে স্বেচ্ছাসেবক, পৌর কাউন্সিলর ও সাংবাদিক মোঃ রুবেল ইসলাম স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় ডোমার অক্সিজেন ব্যাংকের সদস্যবৃন্দরা রুবেল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা সমন্বয়ক আব্দুল্লাহ ইবনে খালিদ সোহেল, প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও এখন টিভি প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম নিশাত, সাংবাদিক মোঃ রওশন রশীদ, ডোমার রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক মোঃ অপু হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুরাগ সাহা পিয়াল, স্বেচ্ছাসেবক মর্তুজা ইসলাম অর্থ প্রমূখ।
শোকসভায় কাউন্সিলর ও সাংবাদিক রুবেল ইসলামের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ মূলক আলোচনা, একজন স্বেচ্ছাসেবক হিসেবে ডোমার অক্সিজেন ব্যাংকের জন্য অবদান রাখায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :