হিন্দি মেগার যারা নিয়মিত দর্শক তাঁরা আরতি মিত্তলকে অবশ্যই চিনে থাকবেন। ‘আপনাপন’ থেকে ‘কুণ্ডলী ভাগ্য’ সহ একাধিক ধারাবাহিকে মুখ দেখিয়েছেন আরতি। তবে এবার দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন অভিনেত্রী আরতি মিত্তাল।
মুম্বই পুলিশ দেহ ব্যবসার আঁচ পেয়ে কিছুদিন আগেই গোপন ক্যামেরা ফিটিং করে সেক্স রেকেটের পর্যবেক্ষণ চালায়। সেখানেই এদিন ফাঁস হল আরতির দেহ ব্যবসার সমস্ত কীর্তি। পুলিশী সূত্র অনুযায়ী, ২৭ বছর বয়সী আরতি শীর্ষস্থানীয় হোটেলগুলিতে গ্রাহকদের কাছে নতুন এবং উচ্চাকাঙ্ক্ষী মডেলগুলি ‘সাপ্লাই’ করত। আরতি মিত্তালের সঙ্গে ‘একটি চুক্তি’ করার পর একজন পুলিশ ডামি কাস্টমার হিসেবে হোটেলে যায়, সেখানেই তাঁর কাছে দুটি মডেলকে পাঠানো হয়। সেখানেই তাঁদের হাতেনাতে ধরে আরতিকে।
পরে দুই মডেলকে উদ্ধার করে পুনঃবাসন কেন্দ্রে পাঠানো হয়, পরে পুলিশের হাতে তাঁরা ধরা পড়ে। উদ্ধারকৃত মডেলরা পুলিশকে জানিয়েছে যে, গ্রাহকদের যৌন ইচ্ছা পূরণের জন্য তাঁদের ১৫০০০ টাকা দেওয়া হয়েছিল। মিড ডে-র খবরে বলা হয়েছে, মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ পুরো অপারেশনটি করেছে।
পুলিশ জানিয়েছে, কাস্টিং ডিরেক্টর গ্রাহকদের মোবাইলে এই মেয়েদের ছবি পাঠাতেন। এবং, তাঁদের কাছ থেকে সম্মতি পাওয়ার পরে, এই মেয়েদের হোটেলে এবং গ্রাহকদের কাছে পাঠাতেন। আবার কিছু ক্ষেত্রে, তিনি ব্যক্তিগত ভাবেও তাঁদের ‘ক্লায়েন্টদের’ কাছে নিয়ে যেতেন। এদিন ডামি কাস্টমার পুলিশ কনস্টেবলের ফোনে দুটি মেয়ের ছবি পাঠিয়ে আরতি মিত্তল জানান যে, এই মেয়েদের তিনি জুহু বা গোরেগাঁও ভিত্তিক হোটেলে নিয়ে যাচ্ছেন। এরপর কনস্টেবল হোটেলগুলিতে ২ টি রুম বুক করে এবং সেখানে ২ ডামি গ্রাহককেও রাখে। আরতি মিত্তাল নিজে এই দুই যুবতীদের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে গ্রাহকদের কনডম সরবরাহ করেন। বর্তমানে সবাইকে গ্রেফতার করা হয়েছে এবং পতিতাবৃত্তি চালান এবং উঠতি মডেলদের যৌন ব্যবসায় ঠেলে দেওয়ার জন্য একটি এফআইআর দায়ের করা হয়েছে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :