ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (২৬) নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়নের আবুল কালাম আজাদ।
নিহত সেলিম লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পরিবারের স্বজনেরা জানান, দুপুরবেলা কৃষিমাঠ থেকে ফিরে নিজ ঘরে ফ্যান লাগানোর সময় সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা সেলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।
থানা পরিদর্শক (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।
পত্রিকা একাত্তর/ আনোয়ার
আপনার মতামত লিখুন :