মুছাপুরে চেয়ারম্যানের ঈদ উপহার পেয়ে খুশি দুই হাজার পরিবার


উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ প্রকাশের সময় : ১৯/০৪/২০২৩, ৭:১৯ অপরাহ্ণ /
মুছাপুরে চেয়ারম্যানের ঈদ উপহার পেয়ে খুশি দুই হাজার পরিবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নের দুই হাজার মানুষের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী।

বুধবার সকাল ১০ টার সময় উপজেলার বাংলা বাজারে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, শেখ ফরিদ, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল স্যার, মুছাপুর যুবলীগের সভাপতি ও মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আহসান উল্যাহ ভুট্টু, মুছাপুর ৬ নং ওয়ার্ডের মেম্বার সাইফুদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল খোকন, মুছাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাবলু, ইকবাল হোসেন পাবেল, মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা, মিজানুর রহমান সোহাগ, আরাফাত হোসেন আরমান, শান্ত, তানজিদ, মাজেদ, ইয়ামিন, নিশাত প্রমূখ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন অতিতের মতো এবারও আমি আমার মুছাপুর ইউনিয়নের দুই হাজার অসহায় পরিবারের ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করতেছি। আপনার সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আমার এলাকার অসহায় পরিবারদের সহযোগীতা করতে পারি।

পত্রিকা একাত্তর/ আবু সাঈদ