আ’লীগ নেতা অহিদুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৯/০৪/২০২৩, ১২:১৭ অপরাহ্ণ /
আ’লীগ নেতা অহিদুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গাজকাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অহিদুল ইসলামের (৬৮) জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ই এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানায় গাজকাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অহিদুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বোদাপাড়া এলাকায় তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর জানাজায় অংশগ্রহণ করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুল ইসলাম ফিলিপ, কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম স্বাধীন প্রমূখ সহ সহস্রাধিক শুভাকাঙ্ক্ষী মুসল্লিবৃন্দ।

প্রয়াত অহিদুল ইসলাম ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা বোদাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর।

পত্রিকা একাত্তর/ রিশাদ