patrika71
ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে পাচারকালে ভারতীয় পন্যসহ ৮ চোরাকারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মনিরামপুর
এপ্রিল ১৮, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩ খ্রিঃ) ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাস, এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৮/০৪/২৩ তারিখ ভোর রাত ০৫:০৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া সাকিনস্থ জনৈক তাইজেল হোসেন এর ডায়মন্ড আবাসিক হোটেল এবং জনৈক মোহাম্মদ আলী মিঠুনের নাহিদ আবাসিক হোটেলেের মধ্যে হতে চোরাকারবারি চক্রের সদস্য (১) আঃ মোস্তাকিন আরাফাত সালেহীন (৩২), পিতা- আবুল কাশেম, সাং-৬২/২ হাজারীবাগ বটতলা মাজার, থানা- হাজারীবাগ, ঢাকা, (২) সেলিম হোসেন (২৯), পিতামৃত- আবেদ আলী, সাং- পাঁচআনি, থানা- মতলব, জেলা- চাঁদপুর, (৩) সুমন তালুকদার (৩৬), পিতা- নান্নু তালুকদার, সাং- পূর্বশুলতানি, থানা- মেহেন্দীগঞ্জ, জেলা- বরিশাল, (৪) সমির হালদার (৩৫), পিতা- ফকির চাঁদ হালদার, সাং- পেট্রাপোল, ভারত, (৫) এনামুল হক (৫৪), পিতামৃত- রহিম উদ্দিন, সাং- কুসুমদিয়া, (৬) খবির উদ্দিন খান (৪৫), পিতা- কাঞ্চন আলী খান, সাং- খুকরা, উভয়থানা- কাশিয়ানি, জেলা- গোপালগঞ্জ, (৭) ইসহাক চৌধুরী (৪৭), পিতা- আব্দুর রব চৌধুরী, সাং- শাহাতলী, থানা ও জেলা- চাঁদপুর, (৮) তানভীর আক্তার (৪২), পিতা- ইদু মিয়া, সাং-৭১/১ বসিলা, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকাদের ভারতীয় অবৈধভাবে পাচারকৃত আলামত (১) শাড়ী- ৫৫ পিস, (২) লেহেঙ্গা- ১২৫ পিস, (৩) থ্রি-পিস- ৫৫১ পিস, (৪) চুড়ি- ১২ বান্ডিল, (৫) ইমিটেশন গহনা- ২ বান্ডিলসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯,১৩,১০০/= (নয় লক্ষ তের হাজার একশত) টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

পত্রিকা একাত্তর/ কে,এম,মোজাপ্ফার