সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর রুবেল ইসলাম নিহত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৮/০৪/২০২৩, ৯:১৫ পূর্বাহ্ণ /
সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর রুবেল ইসলাম নিহত

নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক এবং ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রুবেল ইসলাম (৩৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (১৭ই এপ্রিল) রাত পৌনে ৯টায় মোটরসাইকেল যোগে রংপুর থেকে বাড়ি ফেরার পথে ডোমার-জলঢাকা সড়কে পথচারী তিন শিশুকে দুর্ঘটনা থেকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডোমার পৌর কাউন্সিলর ও সাংবাদিক রুবেল ইসলাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নিহত রুবেল ইসলাম ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত বাবলু ইসলামের পুত্র। এছাড়া ডোমারের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর সত্ত্বাধিকারী। তিনি ডোমার পৌরসভা নির্বাচনে গত ২০২১ সালের ২রা নভেম্বর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পৌর পরিষদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

এবিষয়ে জলঢাকা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, রংপুর থেকে ডোমার আসার পথে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের সলেমানের চৌপথী ও তিনবট এলাকার মাঝামাঝি ডোমার-জলঢাকা সড়কে রংপুরগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় কাউন্সিলর রুবেল ইসলামের মোটরসাইকেলে ডোমার পৌরসভার একই ওয়ার্ডের চিকনমাটি ঢুষাপাড়া এলাকার ছোট বাউয়ের পুত্র মোঃ দুলাল ইসলাম (৩২) ছিটকে গিয়ে রাস্তার ধারে পড়ায় আহত হয়েছেন। তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরিবার সুত্রে জানা গেছে, নিহত রুবেল ইসলাম রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর অসুস্থ্য শ্বাশুড়িকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার (১৮ই এপ্রিল) সকাল ১০টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।

মৃত্যুকালে স্ত্রী, দুই শিশু কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন রুবেল ইসলাম। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে পৌরসভা, উপজেলা পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।

পত্রিকা একাত্তর/ রিশাদ