বরিশালের বাকেরগঞ্জে মহিলার লাশ উদ্ধার


উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ প্রকাশের সময় : ১৮/০৪/২০২৩, ৯:১৪ পূর্বাহ্ণ /
বরিশালের বাকেরগঞ্জে মহিলার লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে অজ্ঞাত মহিলার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের চটিখোলা খাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

থানা সূত্রে জানা যায়, সোমবার হেলেঞ্চা গ্রামবাসী চটিখোলা খালে একটি লাশ ভাসতে দেখে বাকেরগঞ্জ থানায় খবর দেয়। খবর পোয়ে থানা পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরনে সালোয়ার-কামিজ ছিল।

বাকেরগঞ্জ থানার এস আই মোস্তাফিজ জানান, গারুড়িয়া ইউনিয়নের চটিখোলা খাল থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।

পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন