patrika71
ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

২দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর
এপ্রিল ১৭, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় এলাকায় সমস্যা চিহ্নিত করে নীতি নির্ধারক মহলে তুলে ধরতে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের দক্ষতা উন্নয়নে ১৭ ও ১৮ এপ্রিল ২০২৩ তারিখ ২ দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয় ।

আজ সকাল ১০:০০ টায় লিডার্সের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট এ ৫ টি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ২৬ জন প্রতিনিধি নিয়ে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সভাপত্বি করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আরও উপস্থিত ছিলেন লিডার্স এর সাধারন পরিষদের সদস্য ববিতা রানী মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কেীশিক রায় প্রমূখ।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার সমস্যা সমাধানে দরকার জনগণের সম্মিলিত উদ্যোগ এবং সম্মিলিত দাবী। যদি এসব দাবী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় তাহলে উপকূলের সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি হবে। জনগণের পক্ষে দাবী সমূহ স্থানীয়, জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম ভূমিকা নিতে পারে।

পত্রিকা একাত্তর/ পরিতোষ কুমার