মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ডোমার থানা আওয়ামী লীগের প্রথম সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফল হকের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ই এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজের হলরুমে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ঈদুল ফিতরের উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন—বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনজারুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বন কর্মকর্তা মোঃ আনিসুল হক গোল্ডেন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু প্রমূখ।
আলোচনা সভা শেষে এলাকার প্রায় দুই শতাধিক অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন অতিথিরা।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :