patrika71
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

অটোভ্যানের লোভে কিশোরকে হত্যা: খুনিকে ধরে পুলিশে দিল স্থানীয়রা

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর
এপ্রিল ১৬, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে খুবজিপুর এলাকার দরিদ্র ভ্যানচালক মো. আনিছুর রহমান। ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালান। শনিবার (১৫ এপ্রিল) পাশের শ্রীপুর দিয়ারপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে ভ্যানটি চার্জে দেওয়া ছিল। আনিছুর তার কিশোর ছেলে ইসমাইলকে (১২) নানাবাড়ি থেকে ওই দিন বেলা ১১টার দিকে ভ্যানটি আনতে বলেন। ভ্যানটি আনতে যাওয়াই কাল হলো ইসমাইলের।

জানা যায়, ভ্যান আনতে যাওয়ার পর তাকে রাত ১০টা পর্যন্ত ইসমাইলকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাত ১১টার দিকে পার্শ্ববর্তী তাড়াশ থানার দীঘি সগুনা এলাকায় একটি বোরো ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে তাড়াশ থানার পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে কুন্দইল-তাড়াশ আঞ্চলিক সড়কের দীঘি সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের মো. আনিসুর রহমানের বড় ছেলে।

গুরুদাসপুর ও তাড়াশ থানা পুলিশ জানায়, চলনবিলের বোরো ধানের জমিতে পড়ে ছিল গলায় গামছা পেঁচানো অবস্থায় ইসমাইলের মরদেহ। অটোভ্যান ছিনতাই করতেই ছিনতাইকারী তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

জানা যায়, শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার শ্রীপুর দিয়ারপাড়া এলাকা থেকে খুনি মো. আব্দুল্লাহ (২৪) ফুঁসলিয়ে ইসমাইলকে ভ্যানসহ তাড়াশ-কুন্দইল আঞ্চলিক সড়কের দীঘি সগুনা নামক এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ইসমাইলের গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা এলাকায় ভ্যানটি বিক্রি করতে গেলে তার কথাবার্তায় স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হলে তারা তাকে তাড়াশ থানার পুলিশের কাছে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ইসমাইলকে হত্যা করে বোরো ধানের জমিতে মরদেহ লুকিয়ে রেখেছে বলে স্বীকার করে সে।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইসমাইলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত একই এলাকার শ্রীপুর দিয়ারপাড়া গ্রামের খড়ি ব্যবসায়ী আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ নামের এক যুবককে আটক করা হয়েছে। ইসমাইলের বাবা আনিছুর রহমান থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন’।

পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন