ডোমারের ৪ বীরাঙ্গনার মাঝে ঈদ উপহার বিতরণ


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৬/০৪/২০২৩, ৮:২৩ পূর্বাহ্ণ /
ডোমারের ৪ বীরাঙ্গনার মাঝে ঈদ উপহার বিতরণ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর নির্যাতনের শিকার নীলফামারীর ডোমার উপজেলার ৪ জন বীরাঙ্গনার মাঝে লেখিকা মীনা মাশরাফির পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ই এপ্রিল) সকালে ডোমার পৌরসভার চিকনমাটিতে শহীদ আব্দুল বারী নিলয়ে বিশিষ্ট লেখিকা ও সমাজ সেবিকা মীনা মাশরাফির অর্থায়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার জীবিত ৪ বীরাঙ্গনার মাঝে ঈদ উপহার তুলেন দেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন।

এসময় সার্বিক সহযোগিতা করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক, বীরাঙ্গনা বীর মাতাদের নিয়ে কাজ করা অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়ক ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আল-আমিন রহমান।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নির্যাতিতাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেন বীরাঙ্গনারা। ঈদ উপলক্ষ্যে সহযোগিতা পাওয়ায় মীনা মাশরাফির জন্য দোয়া কামনা করেন তারা।

পত্রিকা একাত্তর/ রিশাদ