প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ২শ দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
শনিবার বিকেলে হরিপুর উপজেলার ভোপলাপুকুর আশ্রয়ণ প্রকল্পে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহারে ছিলেন- দশ কেজি চাল, এক কেজি ডাল,এক কেজি সেমাই কেজি, এক কেজি চিনি, এক লিটার সুয়াবিন তেল, দুই কেজি আলু, লবণ, মশলা। ঈদের আগে হাতে ঈদ উপহার পেয়ে খুশি সকলেই।
খাদ্যসামগ্রী বিতরণে, হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদের সদস্য আনিসুজ্জামান শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উমাকান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানালেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :